সে এসেছিল আমার দুঃখ ভরা রাতে
স্বপ্ন ভেঙে গেলে দেখি নাই আধরাতে।।
বুকের কান্না আমার অশ্রু নাহি হয়
কেঁদে কেঁদে চুপিসারে ব্যথা কারে কয়।
কষ্ট নিয়ে খেলে মন সুখে যেন মাতে।।
বিরহের সুর বুঝি লাগে মধুময়
প্রাণটাকে কষ্ট দিয়ে করে যেন জয়।
দুঃখ ভরা মনটারে দিবো কার হাতে।।
রচনা কাল : ১৭/০৯/২০১৮ ইং