সারাক্ষণ মিস করি যত কথা বলি
মন চায় এক সাথে শত জন্ম চলি।।


তুমি আমি ছাতা তলে ঝড় বৃষ্ট মাঝে
হাসবো সুখের হাসি না আসুক কাজে।
স্বপ্ন নয় বাস্তবেতে ফুটছে যে কলি।।


দু,টি হৃদয়ে সুখের বয়ে চলে ঢেউ
খবর নেয়নি হায় এসে ধারে কেউ।
খোঁজ পেয়ে পরে এসে করে ডলাডলি।।


রচনা কাল : ০৮/০৯/২০১৮ ইং