সাড়া নাহি পেলে তার মন পুড়ে যায়
বিরহের সুরে মন কত গান গায়।।


অপেক্ষায় সারাক্ষণ বসে শুধু থাকি
স্মৃতি ভরা কত কথা বুক মাঝে আঁকি।
কত দূরে হাসি মুখে আছে নিরালায়।।


একবার তার মনে যদি পড়ে যাই
ফোন দেয় কথা হয় শান্তি কত পাই।
পৃথিবীতে মন তবে কিছু নাহি চায়।।


মাঝে মাঝে চুপিসারে দেয় শুধু জ্বালা
খোঁজ নিয়ে নাহি মেলে তার দেয়া মালা।
অভিমান করে থেকে সুখ বুঝি পায়।।


রচনা কাল : ২২/০১/২০১৯ ইং