সাদা মেঘ গেলে উড়ে নীলাকাশ হাসে
কেমনে বলবো মন তোরে ভালবাসে।।
তোরে নিয়ে ইমু আর মেসেঞ্জারে থাকি
তবুও মনের কথা বলা রয় বাকি।
মাঝে মাঝে একা গিয়ে বসি দূর্বা ঘাসে।।
এত কথা বলা হয় এত হাসা-হাসি
একটা কথাই শুধু দূরে যায় ভাসি।
মিছামিছি স্বপ্নে কেন বসি তোর পাশে।।
রচনা কাল : ৩১/০৮/২০১৮ ইং