রূপবতী হলে তুমি চাঁদের মতন
লক্ষ তারা তাই বুঝি করছে যতন।।
শত ছেলে শত ভাবে বলে ভালবাসি
সবে বলে ভাল লাগে কন্ঠ আর হাসি।
তোমার পিছনে চলে লোক যে ডজন।।
তোমার প্রেমের আশে ঘুমহারা কত
ফেসবুক মেসেঞ্জারে হাই লেখে শত।
সাড়া দিলে তারা ভাবে মানিক রতন।।
রচনা কাল : ২০/০৯/২০১৮ ইং