রয়ে গেল ভালবাসা গভীর আঁধারে
পর করে ঘর বেঁধে গেল বহু দূরে।।


খুঁজে পেয়ে তবু মনে পাইনা সান্ত্বনা
কাছে পেয়ে ওই হাত ধরা তো যায় না।
এ কেমন দূরে গেল অশ্রু তাই ঝরে।।


বিধাতার লিলা খেলা বোঝা বড় দায়
কার প্রেমে কে কখন হাবুডুবু খায়।
যে প্রেম ছিল আমার আজ শত দূরে।।


রচনা কাল : ২৪/০৩/২০১৮ ইং