রমজান চলে গেল


রমজান চলে গেল এলো খুশি ঈদ
ছোট বড় সবে মিলে গায় এক গীত।।


ধনী গরীব সবাই এক সাথে রবে
শত্রু বন্ধু মিলেমিশে রবে এই ভবে।
পণ করে সবে মিলে করবে না চিত।।


নতুন পোশাক পড়ে নানা রঙে ঢঙে
প্রিয় সব মানুষের চলে সঙে সঙে।
ব্যথা সব যায় দূরে ধরে যেন জিত।।


রচনা কাল : ১৬/০৬/২০১৮ ইং