পুরনো সে মুখখানি দেখার আশায়
কত পথ হেটে আসি এ নির্জনতায়।।
চারদিকে বর্ষা জল লাগতো যে ভাল
সেই ভাল আজ মনে ধরে দিছে কালো।
আসবো না ফিরে আর এ ভরা বর্ষায়।।
আমাদের গাঁয়ে নেই কোন বর্ষা জল
সেথা নেই স্মৃতি ভরা যেন কোন তল।
এই গাঁয়ে স্মৃতি আছে তাই যে কাঁদায়।।
রচনা কাল : ২২/০৮/২০১৮ ইং