পুরাতন প্রেম ভুলে তুমি কোন সুখে
নব প্রেম দাও ডাক কেমনে এ মুখে।।
স্মৃতি ভরা মাঠ ঘাট মিশে আছে প্রাণে
আজো তারা সুর তোলে প্রতি গানে গানে।
হারালে সেই মায়ায় মন ভরে দুঃখে।।
সেই প্রেম ফিরে যদি আসতো আবার
জীবন রঙিন হত বলি বারে বার।
ব্যথা সব ঢেকে যেত যেন মহাসুখে।।
রচনা কাল : ০৫/০৭/২০১৮ ইং