প্রতিটি বছর আসি বার বার ফিরে
মায়ার বাঁধনে স্মৃতি রয় শুধু ঘিরে।
আশার প্রদীপ জ্বেলে তারে খুঁজে যাই
আগের মতন বুঝি কিছু ঠিক নাই।।


সন্ধ্যায় দু'হাত ছুঁয়ে বাড়ি ফিরে আসা
নিশিতে আঁধার ঘরে স্বপ্নে ভালবাসা।
স্মৃতির দুয়ারে বসে তাই গান গাই।।


হারানো দিনের কথা জাগে ক্ষণে ক্ষণে
আদর সোহাগে পাশে সেই ছিল সনে।
আজকে কোথায় গেলে তার দেখা পাই।।


রচনা কাল : ০৮/১১/২০১৮ ইং