প্রতি দমে মনে পড়ে সেই ছোট্ট বেলা
সারাদিন চলতো যে হাসি মুখে খেলা।।


সেই দিন ক্ষণ ছলে গেল বহু দূরে
তবু দিন রয়ে গেল এ হৃদয়পুরে।
জানি আর আসবে না সেই সত্য বেলা।


কোন যন্ত্রণা ছিল না, ছিল অভিমান
সহজে চাওয়া মিটে ভেঙে যেতে মান।
ছিল না কোন বেদনা ছিল না অবেলা।।


রচনা কাল : ২১/০৪/২০১৮ ইং