প্রথম যেদিন আমি দেখেছি তোমায়
সেদিন থেকে আমার ঘুম নাহি হয়।।


এই গ্রামে কেন তুমি বলো মোরে খুলে
এলোমেলো হল প্রাণ  যেন সব ভুলে।
পরিচয় দাও তুমি প্রাণ যেন যায় ।।


হৃদয়ের কথা গুলো হয় আজ গান
দুটি মন মিলে হোক যেন এক প্রাণ।
সুখী হবে এই মন বলি যে তোমায়।।


রচনা কাল : ২২/০১/২০১৮ ইং