প্রথম প্রেমের গান আজ লিখে যাই
হাজার লোকের ভিড়ে তারে খুঁজে পাই।।
নিজের ইচ্ছায় এসে বসে ছিল পাশে
প্রতিটি কথার মাঝে মিষ্টি করে হাসে।
দুঃখের অনল আর বুক মাঝে নাই।।
হৃদয় গভীরে আজ লাগে বড় সুখ
মায়াবী নয়ন মেলে দেখে এই মুখ।
প্রেমের জোয়ারে মন বয়ে যায় তাই।।
নতুন প্রাণের খেলা শুরু হল আজি
জীবন পাতায় যেন নানা রঙে সাজি।
স্বপন দুয়ারে বসে কত গান গাই।।
রচনা কাল : ২২/১১/২০১৮ ইং