প্রজাপতির পাখায় লিখে দিলে নাম
সেই নাম জানি কি গো হবে বদনাম।।
চিঠি পড়ে রাত ভরে কত হাসাহাসি
বুক মাঝে ওঠে সুখ অশ্রু জলে ভাসি।
কান্নায় সুখের ঢেউ পায় মনে দাম।।
কত সুখ এলো ধারে ঘুচে গেল কষ্ট
তারপর সব যেন হয়ে গেল নষ্ট।
প্রেম কথা আর বলে নাই মোর কাম।।
রচনা কাল : ০১/০৫/২০১৮ ইং