প্রিয়া বলে যতবার ডাকতে চেয়েছি
তত বার বাঁধা পেয়ে নীরবে কেঁদেছি।।
শত জ্বালা আছে গাঁথা স্মৃতির পাতায়
মুখে চেপে রাখি যদি বেদনা বাড়ায়।
অশ্রু জলে কিছু কথা তাইতো এঁকেছি।।
চেনা জানা পোষা পাখি অচেনা হয়েছে
পর বুকে বাসা বেঁধে আজকে রয়েছে।
ভাবি নাহি কোন দিন যেমনে দেখেছি।।
ভালবাসা ছিল যত অন্যকে দিয়েছে
তার প্রেম বুক ভরে তাইতো নিয়েছে।
পাথরের ছোঁয়া পেয়ে পাথরে সেজেছি।।
রচনা কাল : ০২/১২/২০১৮ ইং