পৃথিবীতে এত লোক প্রিয় লোক নাই
আমার মনের মত মন নাহি পাই।।
কারো কাছে সুখ পেতে গেলে কষ্ট দেয়
যে টুকু নিজের সুখ সে টুকুও নেয়।
বুক জুড়ে হাহাকার করে নেয় ঠাই।।
একা হয়ে ঘুরে দেশে সুখের আশায়
স্বপ্ন ভেঙে বুক যেন অশ্রুতে ভাসায়।
তাই আজ বিরহের গান শুধু গাই।।
রচনা কাল : ১২/০৯/২০১৮ ইং