পৃথিবী স্বপ্ন দেখায় পথ যে বাড়ায়
চলতে চলতে মন ক্লান্ত হয়ে যায়।।
মেঘ হাসে চন্দ্র হাসে কারো দু'নয়নে
বৃষ্টি কারো দুঃখ হয় হালকা পবনে।
নিশীতে স্বপ্নের পথ অল্প মনে হয়।।
ধূসর মায়ার ঘর পোড়ায় নীরবে
আলোকিত প্রাণ যেন দুঃখ পায় ভবে।
একলা আঁধার ঘরে দুঃখ নাহি সয়।।
রচনা কাল : ০৪/০২/২০১৮ ইং