পৃথিবী এমন কেন ব্যথা শুধু দেয়
হৃদয়ে আপন করে কেহ নাহি নেয়।।


ভালবাসা ছাড়া মন নাহি সুখী হয়
ব্যথা ভরা মন কাঁদে কেন পায় ভয়।
ভালবেসে মন প্রাণ কেহ নাহি দেয়।।


মন সুখী হলে পরে ভুবন সুন্দর
সেই মন প্রেম পেলে হবে ভর পুর।
সেই প্রেম কোথা পাই কেহ নাহি দেয়।।


রচনা কাল : ০৬/০১/২০১৮ ইং