পৃথিবী ডাকে আমায় আয় ফিরে আয়
ফিরে আসতে আবার মন নাহি চায়।।


পৃথিবীর দুঃখ সব নিয়েছি এ বুকে
মরে গেছি সব খানে যেন ধুকে ধুকে।
জ্বলে জ্বলে বুকটা যে ছাই হয়ে যায়।।


একটু দেয় নি প্রেম কেউ এই ভবে
দূরে ঠেলে মহাসুখে হেসে ছিল সবে।
কান্নায় ভেঙেছে মন কে শুনতে পায়।।


রচনা কাল : ১৪/০৭/২০১৮ ইং