পৃথিবী আমার মনে দেয় নি কো সুখ
পুড়ে গেছে এ অন্তর পুড়ে গেছে মুখ।।
হৃদয়ের স্বপ্ন আশা হয়ে গেছে মাটি
পুড়ে পুড়ে মন যেন হয়ে গেছে খাটি।
হৃদয় পোড়ার ধোয়া দেখেনি কো চোখ।।
শূন্য এ ভুবন কেন ডাকে বার বার
ব্যথা কি দিবে অন্তরে ভুলে গো আবার।
দুঃখের সাগর যেন চায় ফিরে মুখ।।
রচনা কাল : ২৯/০১/২০১৮ ইং