প্রিয়তমা ছুটে এসো সব ব্যথা ভুলে
নিশি ভরে আশা করে দোর রাখি খুলে।।
গত বৈশাখী নিশিতে চাঁদের আলোতে
তীব্র গরমের মাঝে তরী ভাসে স্রোতে।
দু'জনে মিলে উঠানে স্বপ্ন নিই তুলে ।।
গান শুনে মহাসুখে সঁপে দিলে প্রাণ
বেদনার অশ্রু সব নিলে দিয়ে মান।
আজ কেন আছো ভুলে গিয়ে অন্য কূলে।।
রচনা কাল : ১০/০৬/২০১৮ ইং