প্রিয় মানুষটি ছাড়ি অর্থ নাই বলে
প্রাণ তাই সারাক্ষণ মিটিমিটি জ্বলে।
কতদিন রবো বেঁচে পৃথিবীতে আর
সুখ নাই কোন খানে শুধু অন্ধকার।।


পাগলিটি নাহি বুঝে দিবানিশি কাঁদে
অন্তরের সাথে মন মিছামিছি বাঁধে।
ভুলে গেলে যাবে নাকি ছেড়ে পরপার।।


দু'টি মন এক সুরে এক গান গায়
মায়া ভরা চোখ দু'টি ফিরে ফিরে চায়।
মিলনের আশা করে হল তবু হার।।


রচনা কাল : ১৫/১২/২০১৮ ইং