প্রেমেরই ফুল ফোটে কচি কচি প্রাণে
হৃদয়ের ভালবাসা ফোটে গানে গানে।।
কোটি কোটি প্রাণ হাসে প্রেমের ছোয়ায়
ছোট ছোট আশা গুলো বড় হয়ে যায়।
দেখা হলে তার সাথে স্বপ্ন সাজে মনে।।
প্রেম প্রীতি আছে বলে ধন্য দু'নয়ন
সুরে সুরে দুটি প্রাণ সাজায় ভুবন।
প্রেম কথা চুপি চুপি বলো তার সনে।।
রচনা কাল : ০৮/০১/২০১৮ ইং