প্রেমের আবেগে ভেসে গেছি আজ রাতে
মায়াবী মুখের ছোঁয়া লেগে আছে হাতে।।


স্বপন কুমারী এসে শুধু ভালবাসে
কথায় কথায় সুখে এত করে হাসে।
আনন্দ স্রোতের সাথে মন তাই মাতে।।


জীবনে আপন করে তারে পেতে চাই
ভুবনে খুঁজছি তারে কোথা গেলে পাই।
ভাবনা করলে প্রাণ পড়ে যায় ঘাতে।।


বাস্তব দুয়ারে দেখি গান ভুলো পাখি
কাঁদছে নীরবে যেন ভেসে তার আঁখি।
সুখের নীড়ের কথা ভুলে গেছে তাতে।।


রচনা কাল : ১৩/১২/২০১৮ ইং