প্রেম বেদনা ছিল না আশা স্বপ্ন নয়
তবু তো ছিল জীবন বড় মধুময়।।
হাসি ছিল রাগ ছিল আধ ভাষা কত
কোলে তুলে চুমো দিয়ে লোকে সুখ পেত
ছিল কিছু ছোট শখ পূর্ণ তাই হয়।।
কাঁদিলে বুঝতো লোকে ইচ্ছাও শুনতো
মিষ্টি কথা বলে কত সময় যে দিতো।
বড় হয়ে আজ কেন সব যে হারায়।।
রচনা কাল : ১৯/২/২০১৮ ইং