প্রাণহীনা দেহ ভাল কত দিন রয়
প্রেম ছাড়া হয় মন তিলে তিলে ক্ষয়।।
তুমি কাছে না আসিলে সব মরুভূমি
আদর করে না কেউ দেয় না রে চুমি।
মন জুড়ে পোড়া গন্ধ চারদিকে বয়।।
আকাশে বাতাসে কত মেঘ ভেসে যায়
সেই মেঘ হতে বৃষ্টি মন পেতে চায়।
এলোমেলো বায়ু এলে প্রাণ পায় ভয়।।
রচনা কাল : ২১/১০/২০১৮ ইং