প্রাণেতে প্রদীপ জ্বলে পাশে আছো বলে
অন্তরে সুখের ঢেউ বয় ছলছলে।
নীরবে ভাবছি কত বসে নিশিরাতে
কতটা মিলছে সুখ হাত রেখে হাতে।
জোসনা জাগছে সাথে হেসে খলখলে।।
ফুটেছে হাজার ফুল হৃদয়ের বাগে
তুলবে অন্তর ভরে সব থেকে আগে।
রাখবে যতন করে মালা করে গলে।।
হাসলে আপন মনে মুক্ত যেন ঝরে
নয়ন তারার মাঝে ঝলমল করে।
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন শুধু ফলে।।
রচনা কাল : ৩০/১২/২০১৮ ইং