প্রাণে আছে ভালবাসা মনে নেই সুখ
প্রাণ প্রিয়া দূরে গেছে কালো তাই মুখ।।
দিয়েছিনু প্রেম যারে সে গেল হারিয়ে
সুখ সব আটি বেঁধে সে তো গেল নিয়ে।
এই বুকে আর প্রেম নাই আর নাই
কি কথা গানের সুরে শুধু গেয়ে যাই।
পথহারা আমি এক দুঃখ ভরা মুখ।।
জানা ছিলনা আমার সুখ নেই ভবে
সুখ পেতে কেন মন সপে দিল সবে।
হারিয়ে হৃদয় প্রেম শুধু একা একা
কত পথ যাবো আর পথ দেখি বাঁকা।
ফিরে আর পাবো কি গো হারানো সে মুখ।।
রচনা কাল : ১১/০৪/২০১৮ ইং