পড়াতে গলায় মালা কত পথ খুঁজি
অন্তরে রাখছি বলে নাহি কিছু বুঝি।
সুখের ঠিকানা দেখে কেন ভুলে যাই
নয়নে অশ্রুর ধারা বয়ে চলে তাই।।
নিশিতে ভাবছি বসে হলে সেই পর
জীবনে বাঁধবো নাহি তবে কোন ঘর।
একেলা থাকলে প্রাণ পুড়ে হবে ছাই।।
স্বপন দেখছি কত নিশিদিন ভরে
প্রাণটা কেমন সুখে কাঁপে থরথরে।
জীবনে পাইলে তারে নাহি কিছু চাই।।
রচনা কাল : ২১/০১/২০১৯ ইং