পোড়ালাম এই মন মিথ্যে ভাবনায়
হারালাম সব সুখ পড়ে যে মায়ায়।।
সুখ চেয়ে দুঃখ পেয়ে কাঁদে এই মন
আঁধারে লুকিয়ে যেন ভাসায় নয়ন।
ব্যথা বাড়ে বুঝি আমি আঁধার বেলায়।।
তারে দেখে আজ মনে লাগে বুকে ব্যথা
ছেড়ে গেছে যতনেতে দিয়ে মোরে কথা।
আজ বুঝি সব প্রেম গেছে ছলনায়।।
রচনা কাল : ২২/০৪/২০১৮ ইং