পোড়া বুকে সুখ নাই দুঃখ কারে কয়
জ্বলে জ্বলে এই মন হয়ে গেছে ক্ষয়।।


আঁধারে নাই রে সুখ আলোতেও নাই
বেদনা কোথাও খুঁজে নাহি দেখা পাই।
নিষ্প্রাণ এই হৃদয় পায় নাহি ভয়।।


চলে গেছে সব কিছু দূর বহু দূরে
আমায় একলা ফেলে সবে কেন সরে।
ভুবন কি চায় না রে একটু আমায়।।


রচনা কাল : ১৯/০৩/২০১৮ ইং