পর লোক কাছে এসে কেন এত হাসে
ছলছল চোখে যেন কত কথা ভাসে।।


কি কথা বলবো তারে ভাষা নাহি পাই
গুনগুনে তাই বুঝি গান গেয়ে যাই।
কেমন কথা শুনতে বসে রয় পাশে।।


কি যেন চায় বলতে বলে না ক মুখে
আমায় স্বপনে দেখে রয় কি সে সুখে।
ভাবনাতে দেখি সেই খুব ভালবাসে।।


রচনা কাল : ৩০/১০/২০১৮ ইং