পহেলা ফাল্গুনে মন উড়ে ডালে ডালে
পাখিদের সাথে গান যেন যায় মিলে।।


নানা ফুল দেখে মন হাসে মিটিমিটি
সবুজ গাছের বুকে ফুল সাজে খাটি।
প্রকৃতির সুখ গুলো হৃদয়ে যে দোলে।।


এই দিন আসে না কো বার বার ফিরে
পাখি আর ফুল গুলো প্রকৃতিতে ভরে।
মৃদু পবনের দোল প্রকৃতিতে খেলে।।


রচনা কাল : ১৩/০২/২০১৮ ইং