পাথরের বুক মাঝে ফোটে নাহি ফুল
দূর হতে প্রেম দিয়ে করে মন ভুল।।


আলো পড়ে সেথা জ্বলে করে চিকচিক
মন বলে হাসে দেখো যেন ফিকফিক।
তার ছোঁয়া পেলে তুমি ফিরে পাবে কূল।।


জন্ম যার মরুভূমি বুক তারা ফাঁকা
মরিচিকা করে খেলা মিথ্যে ছবি আঁকা।
স্বপ্ন মাঝে পুষে তারে ভেবো নাহি মূল।।


আশা গুলো গেছে পুড়ে বাকি নেই আর
স্বপ্ন আর নাহি দেখি ফিরে একবার।
স্মৃতি সব আজ প্রাণে দেয় শুধু শূল।।


রচনা কাল : ৩০/১১/২০১৮ ইং