পাশা পাশি কাছাকাছি হলে দু'নয়ন
ফুলে ফুলে যায় ভরে যেন দুটি মন।।


ভালবাসা ছুঁয়ে ছুঁয়ে নেয় দু'জনায়
দুটি মনে এক কথা নিরবে ভাবায়।
সুখ পায় দুটি প্রাণ হলে যে আপন।।


স্বপ্ন গুলো নানা রঙে রাতকে সাজায়
দুটি দেহ এক ডালে শুধু দোল খায়।
গানে গানে ছন্দ মিলে সাজায় ভুবন।।


রচনা কাল : ০১/০১/২০১৮ ইং