পাশাপাশি আছো বলে মনে এত রঙ
দিবানিশি করে যাই তাই কত ঢঙ।
এত ভালবাসা বাসি বলো কোথা রাখি
সুখ পেয়ে হাসে প্রাণ স্বপ্নে ভাসে আঁখি।।
হৃদয়ের সব প্রেম শুধু তুমি পাবে
জানি কভু বহু দূরে নাহি ছেড়ে যাবে।
বন্দি করে এই বুকে যত্নে পুষি পাখি।।
গানে গানে মেতে থাকি আমি সারা বেলা
চলি ফিরি হাসি মুখে করি কত খেলা।
নানামুখী সুখ প্রাণে করে মাখামাখি।।
রচনা কাল : ১৭/০১/২০১৯ ইং