পাল্টে গেছো বড় বেশি সময়ের সাথে
স্মৃতি গুলো তাই আজ মন জুড়ে গাঁথে।
ভুলে যেতে নাহি পারি সেই মিষ্টি দিন
বুকে বাজে কত কথা করে চিনচিন।।
পুড়বার ছিল মন অগ্ণি ঝরা প্রেমে
যত্ন করে বেঁধে রাখি তাই সব ফ্রেমে।
কিছু কথা দিয়ে ছিলে আজো আছে ঋণ।।
জানি তুমি চিরকাল দূরে রয়ে যাবে
পর বুকে মাথা রেখে সুখ শান্তি পাবে।
এই মন সারাক্ষণ আজ প্রাণ হীন।।
রচনা কাল : ১৯/১১/২০১৮ ইং