পাখিটি দিয়েছি ছেড়ে গেছে নীলাকাশে
আসবে সে ফিরে ঘরে ভাল যদি বাসে।।
হাজার মনের দ্বারে ঘুরতে সে থাক
শ্যামলিমা গাঁয়ে গিয়ে সুখ খুঁজে পাক।
আমায় ভুললে কভু ভিড়বে না পাশে।।
যতটা বেসেছি ভাল কে বাসবে এত
ঘুরেফিরে এই দ্বারে আসবেই সেতো।
মন জুড়ে আছি বলে তাই বুঝি হাসে।।
রচনা কাল : ০৪/১০/২০১৮ ইং