পাগল করেছো তুমি মধুর মায়ায়
সারাটি জীবন রেখো তোমার ছায়ায়।।


তোমার হৃদয় ছাড়া কোথা নাই ঠাই
আকাশে বাতাসে তাই শুনতে যে পাই।
তুমি হারালে মরণ ডাকবে আমায়।।


মনটা কখনো আগে হয়নি এমন
অপেক্ষায় জ্বলে প্রাণ করে যে কেমন।
তোমাতেই শুধু সুখ মন খুঁজে পায়।।


রচনা কাল : ০১/০৮/২০১৮ ইং