পাগল হয়েছি আজ তারে ভালবেসে
কোথাও দেখি নি তারে গিয়ে কোন দেশে।।
সত্যি তারে ভালবাসি মন বলে তাই
সে ছাড়া এই হৃদয়ে আর কিছু নাই।
এই মন নিল সে যে মিষ্টি করে হেসে।।
সারাদিন মেসেজের থাকি অপেক্ষায়
তার লেখা পেলে প্রাণ সুখে ভরে যায়।
সে কি বুঝবে আমায় থেকে দূর দেশে।।
রচনা কাল : ০২/০৭/২০১৮ ইং