পাগলিরে তোর কথা যত শুনা যায়
তত বেশি শুনতে যে মন প্রাণ চায়।।


তোর হাসি প্রাণটাকে সুখে দেয় ভরে
তুই কষ্ট পাস যদি অশ্রু চোখে ঝরে।
তোর বিহনে অন্তর ব্যথা শুধু পায়।।


দিবানিশি সারাক্ষণ ভাবি তোর কথা
মিছামিছি কথা বলি একা যথা তথা।
কষ্ট দিনে মন তোরে হাসি মুখে পায় ।।


রচনা কাল : ১৫/০৯/২০১৮ ইং