অভিমান বোঝো শুধু মন নাহি বোঝো
পাশে থাকি বন্ধ চোখ দূরে গেলে খোঁজো।
ভুলে যাবো যদি বলি কাঁদো ঝারে ঝার
কষ্টে প্রাণ যাবে মরে ভাবো একবার।।
চারদিকে অন্ধকার তুমি ছেড়ে গেলে
ব্যথা নিয়ে ঘুরেফিরে মন তাই খেলে।
সব সাধ যায় মিটে এলে বুঝি ধার।।
দূরে থেকে সময়ের করে যাও নষ্ট
মনটারে তিলে তিলে দাও কেন কষ্ট।
দিন গেলে সেই দিন ফিরে নাহি আর।।
রচনা কাল : ১৯/১২/২০১৮ ইং