অশ্রু ভেজা দু'টি চোখ দিলে উপহার
জানালার পাশে বসে ভাবি বার বার।।


হলে না আপন তুমি করে দিলে পর
সুখ নিয়ে এক বুক বাঁধলে যে ঘর।
আসলে না ফিরে কভু ভুলে এই ধার।।


পূর্ণিমা রাতের সাথে আঁধার এ মন
ভরবে না ফুটে ফুল আর শুণ্য বন।
হাহাকারে কাঁদে বুক তাই ঝারে ঝার।।


রচনা কাল : ২৪/১০/২০১৮ ইং