অশ্রু দিয়ে শক্ত করে ধরি তার মন
বুঝে গিয়ে তবু কথা দেয় জ্বালাতন।
বুকে ছিল প্রেম তৃষা মেটে তার জলে
তারপর হাহাকার দিয়ে গেল চলে।।
অন্ধকারে চারদিক পড়ে যায় ঢাকা
হৃদয়ের সব খানে লাগে তাই ফাঁকা।
দুঃখ খেলে প্রাণ জুড়ে যেন দলে দলে।।
ইশারাতে পথে ঘাটে নাহি ডেকে যায়
পথ আটকিয়ে আর প্রেম নাহি চায়।
হাসি দিয়ে পড়ে নাক ঢলে আর গলে।।
রচনা কাল : ১৪/১২/২০১৮ ইং