অর্থ চেয়ে দিবানিশি করে গেছি ভুল
পাপ মনে ঠাই পেল নাহি পেল ফুল।।
কত যত্নে সাজালাম এই বাড়ি ঘর
আজ যদি যাই মারা কাল হবে পর।
মূল্য নাহি রবে আর তাই এক চুল।।
বুঝে শুনে পাপ কাজ করে গেছি কত
ভেবে আজ বুক মাঝে দুঃখ পাই শত।
মিছামিছি পৃথিবীকে ভেবে গেছি মূল।।
ক্ষমা যদি নাহি পাই মিথ্যে হবে সব
থেমে যাবে জীবনের যত কলরব।
দুষী প্রাণে তারে বলি ফিরে দাও কূল।।
রচনা কাল : ০৬/০১/২০১৯ ইং