অন্তরে যে প্রেম আছে সে প্রেমেতে জ্বালা
বুকটা পুড়িয়ে যেন করে দিছে কালা।।
একটা মনের মত মন পেলাম না
দুঃখ পেয়ে কারো বুকে ফিরে গেলাম না।
একা একা ঘুরি বলে নই আমি ভালা।।
যার বুকে বার বার ঠাই পেতে চাই
তারে বুকে ভালবাসা অন্য নামে পাই।
আমার হৃদয় তাই দিয়ে দিছি তালা।।
রচনা কাল : ২২/১০/২০১৮ ইং