অন্তর জানালা খোলা রাখি সারাক্ষণ
তোমার আশায় স্বপ্ন বাঁধে এই মন।
ইমুতে অপেক্ষা করে কাটে কত বেলা
সময় পেলেই ফোনে চলে প্রেম খেলা।।


সবার আড়ালে গিয়ে কথা বলো কত
বুঝলে বাড়ির লোকে গালি দিবে শত।
নীরব ছোঁয়ায় প্রাণে বসে সুখ মেলা।।


এভাবে থাকবে আর ভয়ে কত দিন
বুকের ভেতর জানি করে চিনচিন।
সুখের বাসর পেতে আর কত হেলা।।


রচনা কাল : ০৪/০১/২০১৯ ইং