অন্তর চেয়েছে যারে সেই হল পর
বেঁধেছে সুখেই বলে অন্য বুকে ঘর।।


ভাসিয়ে নয়ন জলে দিল সেই ডুব
এভাবে মজেছে বলে সুখী হল খুব।
বইবে সময় হলে বুকে খরতর।।


অন্যকে ঠকিয়ে যারা দেয় মুক্ত হাসি
কাঁদবে নিশ্চয় জানি পড়ে গলে ফাঁসি।
স্বপন ভাঙিয়ে দিলে আসে তীব্র ঝড়।।


জীবন পথের মাঝে ধূলি বালি থাকে
তাইতো দুঃখের বায়ু বয় ফাঁকে ফাঁকে।
অনেকে ভয়ের চোটে কাঁপে থরথর।।


রচনা কাল : ২৩/১২/২০১৮ ইং