অন্ধকার আধো রাতে মনে পড়ে প্রিয়া
ভুলে তুমি গেছো নাকি রেখেছো কি হিয়া।।
ভুলে তুমি ভালবেসে ছিলে নাকি কাছে
সুখ তুমি পেয়ে আজ বলো প্রেম মিছে।
আমি আজ অসহায় কাঁদে তাই হিয়া।।
জীবন মরণে তুমি রবে নাকি পাশে
সেই তুমি কোন ভুলে ছেড়ে গেলে হেসে।
ব্যথা ভরা এ হৃদয় কাঁদে বলে প্রিয়া।।
রচনা কাল : ২৯/০১/২০১৮ ইং