অল্প বয়সে পিরিত সুখ দিয়ে যায়
যৌবনেতে দুঃখ দিয়ে আমায় কাঁদায়।।
দেখে নি হৃদয় মোর প্রেম হাহাকার
সুখ দিয়ে দুঃখ দেয় ঘুরে বার বার।
সে হৃদয় আজ সব বুঝতে যে পায়।।
পিরিতি আছে যেমন রবে গো তেমন
ভাবে নি কখনো মন হবে যে এমন।
সে পিরিত অন্ধকারে আজ গান গায়।।
রচনা কাল : ১৩/০৫/২০১৮ ইং